বরিশাল: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বরিশালে টানা বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বরিশালের সাধারণ মানুষের জনজীবন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বরিশাল আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে এরপরও একটানা মুসলধারায় বৃষ্টি হওয়ায় এর পরিমাণ আরও বাড়ছে।
এদিকে, বৈরী আবহওয়ার জন্য সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর ও নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
অপরদিকে, একটানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে নগরবাসী। বিশেষ করে খেটে খাওয়া মানুষেরা বেশি দুর্ভোগে পড়েছেন।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
এমএস/ওএইচ/