ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

টানা বৃষ্টিতে বরিশালে বিপর্যস্ত জনজীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৮, অক্টোবর ২২, ২০২০
টানা বৃষ্টিতে বরিশালে বিপর্যস্ত জনজীবন

বরিশাল: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বরিশালে টানা বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বরিশালের সাধারণ মানুষের জনজীবন।

বুধবার (২১ অক্টোবর) দিনগত রাত ২টা থেকে এ বৃষ্টিপাত শুরু হয়েছে।  

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বরিশাল আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে এরপরও একটানা মুসলধারায় বৃষ্টি হওয়ায় এর পরিমাণ আরও বাড়ছে।

এদিকে, বৈরী আবহওয়ার জন্য সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর ও নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

অপরদিকে, একটানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে নগরবাসী। বিশেষ করে খেটে খাওয়া মানুষেরা বেশি দুর্ভোগে পড়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।