মাদারীপুর: বাংলায় কার্তিক মাস চলছে। অগ্রহায়ণের মাঝামাঝিই তাপমাত্রা কিছুটা কমে যাওয়া প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তার।
পদ্মা ও আড়িয়াল খাঁ বেস্টিত মাদারীপুরে মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর নেমেছিল কুয়াশার কাঁধে ভর করে! চারপাশের কুয়াশার আন্তরণ দেখে মনে হচ্ছিল শীত বিরাজ করছে প্রকৃতিতে। বাইরের আবহাওয়াও ছিল বেশ ঠান্ডা। সব মিলিয়ে সকালের প্রকৃতিতে ছিল শীতের আমেজ।
সকালে হাঁটতে বের হওয়া স্থানীয় এক স্কুলশিক্ষক বলেন, 'আজ ভোরে হঠাৎ করেই কুয়াশা পড়েছে। রাস্তায় কিছু দূর পর্যন্ত দেখা যাচ্ছিল না কুয়াশার কারণে। '
পদ্মানদীর চরাঞ্চল এলাকায় বসবাসরতরা জানান, ভোর থেকেই নদীর অববাহিকায় কুয়াশা পড়েছে। নদীর বাতাসেও শীতের প্রভাব রয়েছে। '
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের একাধিক স্পিডবোট চালক জানান, 'ভোরে কুয়াশা ছিল আজ। মনে হচ্ছে শীত কালের মতো কুয়াশা। নদীর কিছু দূর পর্যন্ত দেখা যাচ্ছিল না কিছু। তবে সূর্য উঠার পরপর কুয়াশা কাটতে শুরু করে। '
স্থানীয়রা জানান, দিনে কিছুটা গরমভাব থাকে। আবার মধ্যরাতের দিকে ঠাণ্ডা পড়ে। সকালে আবার কুয়াশাও দেখা যাচ্ছে। এমন আবহাওয়ায় ঠাণ্ডা-কাঁশির প্রকোপ বাড়তে পারে।
শীত বাংলাদেশের প্রকৃতির এক অন্যতম ঋতু। শীতের আগমনী বার্তা প্রকৃতিতে এক ভিন্নরকম চাঞ্চল্য আনে। কুয়াশার আস্তরণে ঢাকা পড়ে পথঘাট। ঘাসের উপর দেখা মিলে খণ্ডখণ্ড অসংখ্য শিশিরবিন্দু। শিউলি ফুলের হালকা মতোয়ারা ঘ্রাণ! সব মিলিয়ে শীত আসে প্রকৃতিতে অন্যরকম সৌন্দর্য নিয়ে। শীতকাল শুরুর আগেই ভোরে কুয়াশার আস্তরণ জানান দেয় শীতের আগমনের। কুয়াশার চাদরে ভর করে শিগগিরই নামবে শীত!
বাংলাদেশ সময়: ০৮২২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
ওএইচ/