পঞ্চগড়: পঞ্চগড় জেলার একদম কাছে হিমালয় পর্বত অবস্থিত হওয়ায় দেশের অন্যান্য জেলার তুলনায় এখানে শীত একটু ভিন্নভাবে আসে। কখনো হালকা আবার কখনো বেশি শীত অনুভব হয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বাংলানিউজকে জানান, রোববার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে সকাল থেকে সূর্যের মুখ দেখা না গেলেও সাড়ে ১১টা নাগাদ হালকা দেখা গেছে।
এদিকে সরেজমিনে ঘুরে দেখা গেছে, গ্রামাঞ্চলের প্রকৃত গরিব ও শীতার্ত সাধারণ খেটে খাওয়া মানুষরা পড়েছেন চরম দুর্ভোগে। শীত থেকে মুক্তি পেতে সাধারণ মানুষজন রাস্তার পাশে খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। শীতে গরম কাপড়ের ফুটপাতের দোকানে শীত নিবারণের জন্য কাপড় কিনতে ভিড় করছেন অনেকে। সকালে ও রাতে কুয়াশা অনেক বেশি যার কারণে চালকরা গাড়ি চালাতে হিমশিম খাচ্ছে। তাই দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে দেখা যায়। এই ঘন কুয়াশায় শীতের সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে মানুষের দুর্ভোগ।
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
আরএ