ঢাকা: শিরোনামহীন ব্যান্ডের হাসিমুখ গানের মতো যেন বলাই যায় ‘রোদ উঠে গেছে তোমাদের নগরীতে…’। প্রায় দুই সপ্তাহ যাবত মেঘ আর কুয়াশায় ঢাকা থাকার পর আড়াল থেকে উঁকি দিয়েছে সূর্য মামা!
সোমবার (১৪ ডিসেম্বর) সকালের পর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা অনেকটাই কেটে যেতে দেখা যায়।
এমনটা আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুল রশিদ বাংলানিউজকে বলেন, রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহের আশপাশের এলাকায় সূর্যের দেখা পাওয়া গেছে। রোদ উঠেছে। আগামী কিছুদিন এটা অব্যাহত থাকবে। কুয়াশা আরও কেটে যাবে। তবে ১৮ তারিখের দিকে প্রথম শৈত্য প্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটি উত্তরবঙ্গে বেশি অনুভূত হবে।
এদিকে সোমবার সকালের ঢাকা ও এর আশপাশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এদিন আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। বাতাস মূলত শুষ্ক থাকবে। তবে দিনের বেলা তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
এসএইচএস/জেআইএম