ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

পাবনায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি

ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
পাবনায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি

পাবনা: উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় পাবনায় জেঁকে বসেছে তীব্র শীত। জেলায় তাপমাত্রা নেমে এসেছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টায় তাপমাত্র রেকর্ড করা হয় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পরে সকাল ৯টায় তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রিতে নেমে আসে।  

এর আগে শুক্রবার (১৮ ডিসেম্বর) পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে তাপমাত্র ছিলো ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।  মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ১৫ দশমিক ৫ ডিগ্রি এবং সোমবার (১৪ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল।  

প্রচণ্ড শীতের প্রকোপে তাপমাত্রা কমে যাওয়ায়, শিশু বয়স্করা সর্দি-জ্বরসহ বিভিন্ন ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে বিভিন্ন যানবাহনকে চলাচল করতে দেখা গেছে। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না।  

আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে, তাপমাত্রা নিচের দিকে নামতে শুরু করেছে। উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কোথাও কোথাও কুয়াশার চাদরে ঢাকা থাকছে প্রকৃতি। তবে শনিবার দিনের শুরুতে সূর্যের দেখা মেলায় সকাল থেকেই দিনমজুর ও সাধারণ মানুষ স্বাভাবিক কাজ কর্মে বের হয়েছে।  

পাবনা ঈশ্বরদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন আহম্মেদ বলেন, গত দুই তিনদিন ধরে তাপমাত্র নিচের দিকে নামতে শুরু করেছে। শনিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় তা কমে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। তাপমাত্রা আরো নিচে নামবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।