ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ঘন কুয়াশায় সৈয়দপুরে প্লেন চলাচলে বিঘ্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
ঘন কুয়াশায় সৈয়দপুরে প্লেন চলাচলে বিঘ্ন ঘন কুয়াশার মধ্যে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ছবি: বাংলানিউজ

নীলফামারী: একদিনের ব্যবধানে নীলফামারীর সৈয়দপুরে আড়াই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। শনিবার (১৯ ডিসেম্বর) সৈয়দপুর আবহাওয়া অফিস ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে।

 

ঘন কুয়াশার কারণে ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) কম হওয়ায় দুপুর ১টা পর্যন্ত সৈয়দপুর বিমানবন্দরে কোনো প্লেন ওঠানামা করতে পারেনি। বিকেলের পরিবেশ স্বাভাবিক হলে প্লেন উড্ডয়ন-অবতরণ করতে পারবে বলে জানিয়েছেন বিমানবন্দর ব্যবস্থাপক সুপলব কুমার ঘোষ।

এদিকে শীত বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল মানুষ। দুপুর ১২টার পর কুয়াশা কিছুটা কাটতে থাকে। এ সময় সূর্যের দেখা মিললেও তেমন তাপ নেই। কুয়াশার কারণে দূরপাল্লার যানবাহন ফগলাইট (কুয়াশা আলো) জ্বালিয়ে ধীরে ধীরে চলাচল করছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ জানান, গত এক সপ্তাহে সৈয়দপুরে ২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। আরও চাহিদাপত্র পাঠানো হয়েছে।  

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যা আরও কমতে পারে। মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এলাকায়। শুক্রবার সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১০ ডিগ্রি সেলসিয়াস।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।