মৌলভীবাজার: দেশের অন্যতম শীতল অঞ্চল হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
রোববার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুমানা আমিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তাপমাত্রা নিচে নামার কারণে শ্রীমঙ্গলসহ জেলাজুড়ে বাড়ছে শীতের তীব্রতা। কনকনে শীত ও ঘন কুয়াশার কারণে সাধারণ হাওরপাড় ও চা বাগান এলাকাসহ শ্রমজীবী মানুষ ভোগান্তিতে পড়েছেন। কনকনে ঠাণ্ডায় ঘন কুয়াশায় আচ্ছন্ন পুরো জেলা।
সকালে দেখা গেছে, শহরের রাস্তায় যানবাহনের সংখ্যা কম। গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। ঘন কুয়াশা আর শীতের কারণে মানুষজনের ও চলাফেরা কম।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ জাহেদুল ইসলাম মাসুম বাংলানিউজকে জানান, জেলাজুড়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতা আরও বাড়তে পারে। আরও কয়েকদিন শীত থাকতে পারে।
শনিবারও (১৬ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
বিবিবি/এফএম