ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

জলবায়ু ও পরিবেশ

আগামী সপ্তাহে তাপমাত্রা আরো বাড়বে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৬, ফেব্রুয়ারি ১৪, ২০২১
আগামী সপ্তাহে তাপমাত্রা আরো বাড়বে

ঢাকা: মাঘের শেষে এসে দিনদিন বাড়ছে তাপমাত্রা। আগামী সপ্তাহে যা আরো বাড়ার আভাস রয়েছে।

আবহাওয়া অধিদফতর শনিবার (১৩ ফেব্রুয়ারি) এক পূর্বাভাসে জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ কারণে রোববার (১৪ ফেব্রুয়ারি) সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ঢাকায় উত্তরপশ্চিমউত্তর দিক বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।

আগামী সোমবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বৃহস্পতিবার নাগাদ তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে, ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
ইইউডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।