ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

তাপমাত্রা বেড়ে ৩৮.৫ ডিগ্রি, ১৪ অঞ্চলে বইছে তাপপ্রবাহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
তাপমাত্রা বেড়ে ৩৮.৫ ডিগ্রি, ১৪ অঞ্চলে বইছে তাপপ্রবাহ

ঢাকা: টানা কয়েকদিন ধরে থার্মোমিটারের পারদ ঊর্ধ্বমুখী। তরতর করে বাড়ছে তাপমাত্রা।

আর বাড়তে বাড়তে তাপমাত্রা গিয়ে ঠেকল ৩৮ দশমিক ৫ ডিগ্রির ঘরে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (২২ মার্চ) মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে, ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।  যা আগের দিনের চেয়ে এক ডিগ্রি বেশি। ঢাকাতে সর্বোচ্চ তামপাত্রা কিছুটা কমে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতের তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ঢাকায় রাতে গরম অনুভূতি বেড়েছে।

সোমবার রাতে এক পূর্বাভাসে আবহাওয়া অফিদফতর জানিয়েছে, তাপপ্রবাহের মাত্রার সঙ্গে ব্যাপ্তিও বেড়েছে। রোববার দেশের ১২টি অঞ্চলের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেলেও সোমবার তা ১৪টি ছাড়িয়েছে।

ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, রাজশাহী, পাবনা ও নীলফামারী অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা মঙ্গলবারও (২৩ মার্চ) অব্যহত থাকতে পারে।

এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বুধবার (২৪ মার্চ) নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত পাঁচদিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
ইইউডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।