চুয়াডাঙ্গা: রোজার প্রথম দিনেই তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে চুয়াডাঙ্গার জনজীবন। বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকেই তাপমাত্রার পারদ বাড়তে থাকে এ অঞ্চলে।
বুধবার এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে লকডাউন শুরু হওয়ায় বাজার ঘাটে সাধারণ মানুষের উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে তীব্র গরমে বাড়িতেও আবদ্ধ থাকা কষ্ট হয়ে পড়ছে। আর যারা প্রয়োজনে ঘর থেকে বাইরে বের হয়েছে তারাও তাপদাহের তীব্রতায় অতিষ্ঠ হয়ে উঠেছে। সবথেকে বেশি কষ্টে পড়েছে রোজাদাররা।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক জানান, গত কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গার উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। আজ এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আপাতত এখনই বৃষ্টির সম্ভাবনা নেই।
বাংলাদেশ সময়: ১৬৪২ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
আরএ