ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

গোমতির পানি দ্রুত বাড়ার আভাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
গোমতির পানি দ্রুত বাড়ার আভাস

ঢাকা: পূর্বাঞ্চলের গোমতি ও উত্তর-পূর্বাঞ্চলের খোয়াই নদী ছাড়া বন্যাপ্রবণ সব নদ-নদীর পানি কমছে। সাতদিনে ব্রহ্মপুত্র-যমুনার পানিও বাড়বে না।

ফলে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সোমবার (১২ জুলাই) বন্যাপ্রবণ প্রায় সব নদ-নদীর পানি কমছে। এই প্রবণতা অব্যাহত থাকবে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান জানান, ব্ৰহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল আগামী ১৬ জুলাই পর্যন্ত কমে তারপর বাড়তে পারে। আগামী ৭ দিনে আপাতত ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা নেই।

গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল আগামী ৫ দিন স্থিতিশীল থেকে তারপর বাড়তে পারে। আগামী ১০ দিনে আপাতত গঙ্গা নদীর অববাহিকায় বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা নেই।

ঢাকার চারপাশের নদীর পানির সমতল স্থিতিশীল থাকতে পারে। তাই ঢাকার চারপাশের নদীর অববাহিকায় বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা নেই।

ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানির সমতল হ্রাস পাচ্ছে যা বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে যা একই সময় পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

খোয়াই ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীর পানির সমতল হ্রাস পাচ্ছে যা মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

একই সময়ে দেশের উত্তরাঞ্চলের তিস্তা ও পূর্বাঞ্চলের মুহুরী নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। অপরদিকে পূর্বাঞ্চলের গোমতি নদীর পানি সমতল দ্রুত বাড়তে পারে।

খোয়াই, গোমতির পানি বিপৎসীমা অতিক্রম করলে প্রতিবছরই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।

পাউবো জানায়, তাদের পর্যবেক্ষণাধীন বিভিন্ন নদ-নদীর ১০৯ স্টেশনের মধ্যে সমতল বেড়েছে ৩৫টিতে। কমেছে ৬ স্টেশনে পানির সমতল।  ছয়টিতে অপরিবর্তিত আছে, একটির তথ্য সংগ্রহ এখনো শুরু হয়নি।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।