ঢাকা: প্রায় মাসখানেক স্থিতিশীল থাকার পর বাড়ছে বন্যাপ্রবণ যমুনা নদীর পানি। অন্যদিকে মেঘনা অববাহিকায় নদ-নদীর পানির সমতলও বাড়ছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, ব্রহ্মপুত্র নদের পানির সমতল স্থিতিশীল আছে। যমুনা নদীর পানির সমতল বাড়ছে। আগামী বুধবার (৪ আগস্ট) পর্যন্ত উভয় নদীর পানির সমতল স্থিতিশীল থাকতে পারে।
এদিকে গঙ্গা-পদ্মা নদীর পানির সমতল স্থিতিশীল আছে। আগামী ২৪ ঘণ্টায় গঙ্গা নদীর পানির সমতল বাড়তে পারে ও পদ্মা নদীর পানির সমতল স্থিতিশীল থাকতে পারে।
দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীগুলোর পানির সমতল বাড়ছে, যা অব্যাহত থাকতে পারে।
পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, তাদের পর্যবেক্ষণাধীন বিভিন্ন নদ-নদীর ১০৯টি পয়েন্টের মধ্যে সোমবার (২ আগস্ট) বেড়েছে ৪৮টি পয়েন্টে পানির সমতল। কমেছে ৫৫টি পয়েন্টের পানির সমতল। পাঁচটি পয়েন্টের পানির সমতল অপরিবর্তিত আছে, একটির তথ্য এখনও সংগ্রহ শুরু হয়নি।
পাউবো বলছে উত্তরের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোতে বৃষ্টিপাত একই ধারায় হচ্ছে। শিলচরে ৫৪ মিলিমিটার, দার্জিলিংয়ে ৪৫ মিলিমিটার ও শিলংয়ে ৪০ মিলিমিটার বর্ষণ হয়েছে।
এসব এলাকায় অর্থাৎ আসাম, মেঘালয়, সিকিম, দার্জিলিংয়ে অতিবর্ষণ হলে উত্তরের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ইতোমধ্যে তিস্তার পানি বেড়ে কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধায় তিন দফায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, আগস্ট ০২, ২০২১
ইইউডি/আরবি