ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

খোয়াই নদীর পানি বিপৎসীমার উপরে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০২১
খোয়াই নদীর পানি বিপৎসীমার উপরে

ঢাকা: বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা ঢলে দেশের নদ-নদীর পানি বাড়ছে। বিপৎসীমার উপরে অবস্থান করছে উত্তর-পূর্বাঞ্চলের খোয়াই নদীর পানি।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সাত দিনে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই। তবে বন্যাপ্রবণ নদ-নদীর পানি বাড়ার আভাস রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, ব্রহ্মপুত্র নদের পানির সমতল হ্রাস পাচ্ছে, অপরদিকে যমুনা নদীর পানির সমতল স্থিতিশীল আছে, উভয় নদীর পানি আগামী রোববার (৮ আগস্ট) হ্রাস পেতে পারে।

গঙ্গা-পদ্মা নদীগুলোর পানি সমতল বাড়ছে, যা আগামী সোমবার (৯ আগস্ট) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আর দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীগুলোর পানির সমতল বাড়ছে, যা অব্যাহত থাকতে পারে।

বল্লায় খোয়াই নদীর পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

১০ দিনের পূর্বাভাসে পাউবো বলছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানির সমতল আগামী ১০ আগস্ট পর্যন্ত স্থিতিশীল থেকে তারপর বাড়তে পারে। আগামী সাত দিনে আপাতত ব্ৰহ্মপুত্র নদের অববাহিকায় বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই।

গঙ্গা নদীর পানির সমতল আগামী সাত দিন বাড়তে পারে। আগামী সাত দিনে আপাতত গঙ্গা নদীর অববাহিকায় বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই।

এছাড়া ঢাকার চারপাশের নদীগুলোর পানির সমতল স্থিতিশীল থাকতে পারে। ফলে ঢাকার চারপাশের নদীগুলোর অববাহিকায় বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই।

পাউবো জানিয়েছে তাদের পর্যবেক্ষণাধীন বিভিন্ন নদ-নদীর ১০৯টি স্টেশনের মধ্যে শনিবার (৭ আগস্ট) ৬৭টিতে পানির সমতল বেড়েছে। কমেছে ৪১টি স্টেশনে পানির সমতল। একটির তথ্য সংগ্রহ শুরু হয়নি। একটিতে পানির সমতল বিপৎসীমার উপরে অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২১
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।