ঢাকা: মৌসুমী বায়ুর সক্রিয়তায় কয়েকদিন ধরে ভারী বর্ষণ হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। মঙ্গলবারও (২১ সেপ্টেম্বর) তিন বিভাগে ভারী বর্ষণের আভাস রয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু দেশের ওপর মােটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুছ জানিয়েছেন মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেসঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় এ সময় দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে বাতাসের গতিবেগ ধাকবে ১০-১৫ কিলোমিটার।
বুধবার (২২ সেপ্টেম্বর) নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা বাড়বে এবং বৃষ্টি/বজ্রবৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে।
সোমবার দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সাতক্ষীরায়, ১০৪ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
ইইউডি/এএটি