নারায়ণগঞ্জ: বাংলা বর্ষপঞ্জিতে এখন শরতকাল, চলছে আশ্বিন মাস। দিনের আবহাওয়া উষ্ণ হলেও রাতের শেষ প্রহরে হালকা ঠাণ্ডা বাতাস বয়ে যায়।
ভোরের আলো ফুটতেই দেখা যায়, গাছে গাছে পাতায় পাতায় মুক্তাদানার মতো শিশিরের ফোঁটা। শিশিরকণায় সূর্যের আলো পড়ামাত্রই তা ঝলমল করে ওঠে।
গাছে গাছে পাতায় পাতায় জমেছে শিশিরবিন্দু
বুধবার (০৬ অক্টোবর) সন্তানদের নিয়ে প্রাতভ্রমণে বের হয়েছেন ফতুল্লার আল আমিন প্রধান। পথে পথে ঘাসে, পাতায় পড়ে থাকা শিশিরবিন্দু সন্তানদের দেখিয়ে দেখিয়ে হাঁটছিলেন তিনি।
সকালের সৌন্দর্যে মুগ্ধ আল আমিন বলেন, এখনো শীত আসেনি, দিনের বেলায় রোদের উত্তাপও থাকছে। তবে ভোরের দিকে শিশির ঝরে। সকালের বাতাসেও হেমন্তের আবহ আসতে শুরু করেছে। আর ক’দিন পরেই হেমন্তের রূপে সাজবে প্রকৃতি।
বাংলাদেশ সময়: ০৮২৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
এমজেএফ