বরিশাল: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজমানের প্রভাবে বরিশালে থেমে থেমে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে গত ২৪ ঘণ্টায় ৯৯ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি রের্কড করেছে আবহাওয়া অফিস।
বৃষ্টিতে বরিশাল নগরীর আগরপুর ও বগুড়া রোডসহ বেশ কিছু সড়কে কিছুটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ সিনিয়র পর্যবেক্ষক মো. মাসুদ রানা রুবেল জানান, গত ২৪ ঘণ্টায় ৯৯ দশমিক ৩ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
এমএস/আরআইএস