বাগেরহাট: পৃথিবীকে বাঁচাতে হলে জীবাশ্ম জ্বালানি থেকে এখনি সরে আসার সিদ্ধান্ত নিতে হবে বিশ্ব নেতাদের। জলবায়ুর উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই।
সোমবার (৮ নভেম্বর) দুপুরে বাগেরহাটের মোংলার কানাইনগর পশুর নদীর পাড়ে জলবায়ু নাগরিক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
মোংলা নাগরিক সমাজ ও ক্লিন খুলনার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। মোংলা নাগরিক সমাজের সভাপতি মো. নূর আলম শেখের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম, ইউপি সদস্য সুলতান আহমেদ, নারীনেত্রী কমলা সরকার, বাপা নেতা আব্দুর রশিদ হাওলাদার, নাজমুল হক, নদীকর্মী শেখ রাসেল, মাহারুফ বিল্লাহ, হাসিব সরদার প্রমূখ।
এর আগে জলবায়ু নাগরিক সমাবেশে মোংলার ছহিরুদ্দিন লাঠিখেলা টিমের সদস্যরা শারীরিক কসরত ও কৌশলের অবলম্বনে বিভিন্ন খেলা উপস্থাপনের মাধ্যমে জলবায়ু বিপর্যয়ের সৃষ্ট পরিস্থিতি তুলে ধরেন।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
কেএআর