দিনাজপুর: বেশকিছু দিন ধরেই হালকা শীত অনুভূত হচ্ছে উত্তরের জেলা দিনাজপুরে। তাপমাত্রা কমে যাওয়ায় শীতের প্রকোপ বেড়েছে।
এ বিষয়ে দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৯টায় দিনাজপুর আহাওয়া অফিসে জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটিই এদিনে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া বাতাসের আর্দ্রতা ৯৮ শতাংশ ও হিমেল বাযু প্রবাহ হচ্ছে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। ঘন কুয়াশায় দিনের বেলায়ও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। হিমেল বাতাস আর শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে লোকজনকে গরম পোশাক পরে বাইরে বের হতে দেখা দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এসআই