মৌলভীবাজার: চায়ের রাজধানী শ্রীমঙ্গলে ৫ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। ভোর, সকাল এবং রাতে অনুভূত হচ্ছে কনকনে ঠাণ্ডা।
সোমবার (২৯ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলমিয়াস রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) আবহওয়া সহকারি বজরুল রশিদ বাংলানিউজকে এই তথা নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে প্রধানত দুটি বিশেষ অঞ্চল রংপুর এবং সিলেটে শীতমৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রাগুলো ধরা পড়ে। এই কার্যক্রম প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারি বা কখনো কখনো ফেব্রুয়ারি পর্যন্ত চলে। এ সময় প্রকৃতিতে কনকনে শীত কিংবা কখনো কখনো শৈত্যপ্রবাহ অনুভূত হয়।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানায়, ৫ দিন ধরে শ্রীমঙ্গলেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা ধরা পড়ছে। এই ৫দিন হলো গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) থেকে আজ সোমবার (২৯ নভেম্বর) পর্যন্ত। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার (২৬ নভেম্বর) ১৩ দশমিক ৩ ডি.সে, শনিবার (২৭ নভেম্বর) ১২ দশমিক ৪ ডি.সে, রোববার (২৮ নভেম্বর) ১১ দশমিক ৮ ডি.সে এবং আজ সোমবার (২৯ নভেম্বর) ১১ দশমিক ৯ ডি.সে।
এদিকে, সিলেট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া সহকারী অমর তালুকদার বাংলানিউজকে বলেন, সোমবার (২৯ নভেম্বর) সিলেট শহরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রোববার (২৮ নভেম্বর) সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড খাতায় তালিকাভুক্ত করা হয়।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
বিবিবি/কেএআর