পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদীতে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে তিন দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার (২০ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।
নাজমুল হক রঞ্জন বাংলানিউজকে জানান, সোমবার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সর্বনিম্ন কোঠায় নেমে এসেছে তাপমাত্র। গতকাল রোববার (১৯ ডিসেম্বর) তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও জানান, একদিনের ব্যবধানে সাড়ে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। পৌষের শুরুতে শীত পড়তে শুরু করেছে। তাপমাত্রার পরিমাপ ধীরে ধীরে কমে আরও শীত বাড়ার সম্ভাবনা রয়েছে। চলতি শীত মৌসুমে এটিই ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
আরএ