পিরোজপুর: ঘন কুয়াশার চাঁদরে ঢাকা পড়েছে পিরোজপুর। বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) সকাল থেকে জেলার সর্বত্র ঘন কুয়াশা দেখা যাচ্ছে।
সকাল ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘন কুয়াশা দেখা গেছে।
সকালে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা মহাসড়কে দেখা গেছে দূর পাল্লার গাড়ি ছাড়া তেমন কোনো গাড়ি নাই। ভ্যান, রিকশা বা স্থানীয়দের চলাচল নেই বললেই চলে। একই অবস্থা দেখা গেছে জেলার সদরের পৌর শহরেও। বাজারে লোকজনের উপস্থিতি সামান্য থাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বেচাকেনা নাই বললেই চলে।
শহরের অটোরিকশা চালক মো. জাকির হোসেন বাংলানিউজকে বলেন, খুব সকালে মাত্র দুইজন যাত্রী নিয়ে ১০ টাকা আয় করেছি। ৯টা বেজে গেল এখনও আর কোনো যাত্রী নাই।
জেলার সদর উপজেলার তেজদাসকাঠী গ্রামের কৃষক রিয়াজ দড়ানী জানান, বোরো চাষের জন্য সকালে জমিতে চারা লাগাতে যেতে চাইলেও শীত ও ঘন কুয়াশার কারণে যেতে পারিনি। সূর্য কখন উঠবে তার অপেক্ষায় রয়েছি।
বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
আরএ