সিরাজগঞ্জ: গত দুদিনের তুলনায় সিরাজগঞ্জে শীতের প্রকোপ কিছুটা কমলেও দিনভর আকাশ ছিল মেঘাচ্ছন্ন।
শনিবার (২২ জানুয়ারি) সকাল থেকে কুয়াশাচ্ছন্ন ছিল আকাশ।
তাড়াশ কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, গত দু'দিনের তুলনায় আজ শীত অনেকটা কম। বুধবার (১৯ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ০২ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ০১ ডিগ্রি সেলসিয়াস। সে তুলনায় শুক্রবার (২১ জানুয়ারি) তাপমাত্রা বেশ বেড়েছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, আকাশে মেঘ রয়েছে। আগামী ৪৮ ঘণ্টা মেঘ থাকতে পারে এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
এফইএস/কেএআর