ঢাকা: নিম্নচাপের প্রভার কেটে যাওয়ায় ফের বাড়তে শুরু করেছে তাপপ্রবাহ। বর্তমানে এটি বয়ে যাচ্ছে ঢাকাসহ ৭ জেলার ওপর দিয়ে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই অবস্থায় বৃহস্পতিবার (২৪ মার্চ) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে তাপপ্রবাহের বিস্তৃতি একদিনের ব্যবধানে কয়েক জেলায় বেড়েছে। বর্তমানে ঢাকা, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, চাঁদপুর, রাজশাহী, পাবনা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮ থেকে ১২ কিলোমিটার। শুক্রবার (২৫ মার্চ) নাগাদ দিনের তাপমাত্রা কিছুটা কমবে। আর বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
বুধবার (২৩ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন শ্রীমঙ্গলে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার (২৪ মার্চ) ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৯ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ২৩ মার্চ, ২০২২
ইইউডি/এমএমজেড