সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে। তবে অনেকটাই কমছে পানি বাড়ার হার।
সোমবার (২৩ মে) সন্ধ্যা ৬টায় শহরের হার্ডপয়েন্ট এলাকায় যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩৫ মিটার। রোববার (২২ মে) সন্ধ্যায় রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ৩০ সেন্টিমিটার।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল পরিমাপক হাসানুর রহমান জানান, শুক্রবার (২০ মে) ২৪ ঘণ্টায় ৭৩ সেন্টিমিটার ও শনিবার (২১ মে) ৪২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়। রোববার ও সোমবার পানি বৃদ্ধির হার কমেছে। এ দুই দিন যথাক্রমে ২৪ ঘণ্টায় ৮ ও ৫ সেন্টিমিটার বেড়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেনে, গত এক সপ্তাহ ধরেই যমুনার পানি বেড়েছে। মঙ্গলবার থেকে স্থিতিশীল হতে পারে। এরপর পানি কমে যাবে। এ দফায় বন্যার কোন আশংকা নেই।
আগামী জুন মাসের প্রথম সপ্তাহে পানি ফের বাড়তে পারে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ২৩, ২০২২
এএটি