নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে তীব্র তাপদাহের পর দেখা মেলেছে বৃষ্টির। এতে কিছুটা ভোগান্তি হলেও স্বস্তি প্রকাশ করেছেন নগরবাসী।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে নগরীতে বৃষ্টি শুরু হয়। তীব্র গরমের পর ঝুম বৃষ্টি মুহূর্তেই পরিবেশ শীতল করে দেয়।
এদিকে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ ভোগান্তিতে পড়লেও গরমে বৃষ্টির প্রয়োজন ছিল বলে জানান তারা।
কলেজে পরীক্ষা দিতে বের হওয়া নাবিলা জানান, বৃষ্টিতে যানবাহন পেতে সমস্যা হচ্ছে তবে যেই গরম বৃষ্টির প্রয়োজন আছে।
অফিসের কাজে বের হওয়া নজরুল ইসলাম জানান, যানবাহন পেতে ও পানি জমে কিছুটা ভোগান্তি হলেও গরমে বৃষ্টি স্বস্তি এনে দিয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জুন ১৬, ২০২২
এমআরপি/কেএআর