নীলফামারী: পরিত্যক্ত প্লস্টিকের বোতলের বিনিময়ে দেওয়া হচ্ছে একটি করে চারা গাছ। শিক্ষার্থীরা এক এক করে নিয়ে আসছেন পরিত্যক্ত প্লাস্টিকের বোতল আর বিনিময়ে নিয়ে যাচ্ছেন গাছের চারা।
পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ব্যতিক্রম এ কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এস এম শফিকুল ইসলাম ডাবলু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, সেতুবন্ধনের সহ-সভাপতি বিথী ইসলাম, ক্রিড়া বিষয়ক সম্পাদক রাকিব হাসান, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহেল রানা, কার্যকরী সদস্য ইয়াসিন আরাফাতসহ অনেকে।
এতে সভাপতিত্ব করেন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেন।
এসময় পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের বিনিময়ে শিক্ষার্থীদের হাতে একটি করে চারা গাছ তুলে দেন অতিথিরা।
সংস্থার সভাপতি আলমগীর হোসেন জানান, মূলত প্লাস্টিকের বোতল যত্রতত্র ফেলা পরিবেশের জন্য হুমকি বিষয়ে সচেতন করতেই বোতলের বদলে চারা গাছ দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা ৩৫০টি প্লাস্টিকের বোতল জমা দেন। তাদের সবাইকে বিভিন্ন প্রজাতির গাছ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০৮৩৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
এসআই