বরিশাল: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশালে তিন হাজার ১৪১টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিজলা উপজেলায়।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত তিন হাজার ১৪১টি ঘরবাড়ির মধ্যে দুই হাজার ৫০৮টি আংশিক ও সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ৬৩৩টি ঘরবাড়ি। এর মধ্যে আগৈলঝাড়ায় ৩৫টি, গৌরনদীতে ১১৫টি, উজিরপুরে ১৫০টি, বানারীপাড়ায় ১০০টি, বাবুগঞ্জে ১০৫টি, মুলাদীতে ৬০টি, হিজলায় দুই হাজার ২০০টি, মেহেন্দিগঞ্জে ১৩২টি, বরিশাল সদর ও মহানগরে ৬০টি এবং বাকেরগঞ্জে ১৮১টি ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এমএস/আরআইএস