বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাখিমারার ‘পানি জাদুঘর’ মিলানায়তনে এ সংলাপের আয়োজন করা হয়।
বেসরকারি সংস্থা আভাস এনজিও ও অ্যাকশন এইড বাংলাদেশের আয়োজনে সংলাপে সভাপতিত্ব করেন কৃষক মৈত্রীর নেত্রী লাইলি বেগম।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার।
অন্যদের মধ্যে প্রেসক্লাবের সভাপতি মেজবাহউদ্দিন মাননু, গবেষক তানিমা মোহন, নদী পরিব্রাজক দলের সদস্য মনির হোসেন, রিভার ট্রাভেলার্স ঢাকার মনিরুল ইসলাম, অ্যাকশন এইড বাংলাদেশ- এর শমশের আলী, আভাস প্রকল্প কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
সংলাপে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
আলোচকরা নদী রক্ষা এবং নদীর স্বাভাবিকতা বজায় রাখতে সামাজিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। এই অঞ্চলের পরিবেশ রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এসময় বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সুপারিশমালা তুলে ধরা হয়।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এমএস/আরআর