ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

জেসিআই ‘টয়োপ’ পুরস্কার পেলেন ১০ তরুণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
জেসিআই ‘টয়োপ’ পুরস্কার পেলেন ১০ তরুণ

ঢাকা: দেশের ১০ জন তরুণকে তাদের অসামান্য অর্জনের জন্য স্বীকৃতি দিয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ। সেচ্ছাসেবী সংগঠনটি আটটি ক্যাটাগরিতে ১০ জন তরুণকে এ স্বীকৃতি দিয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) রাত ৯টার দিকে কক্সবাজারের ইনানীতে একটি অভিজাত হোটেলে ‘টয়োপ-২০২২’ শীর্ষক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের এ স্বীকৃতি দেওয়া হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন ক্ষেত্রে অসামান্য সাফল্য ও অবদানের জন্য ১০ জন তরুণের হাতে সম্মাননা তুলে দিয়েছেন।

‘টয়োপ-২০২২’ পুরস্কারপ্রাপ্তরা হলেন- ব্যবসায় সাফল্যের জন্য রাশিদ মাইমুনুল ইসলাম ও শাহরিয়ার জাহান, সামাজিক প্রভাবক হিসেবে তৌহিদ আফ্রিদি, তরুণ উদ্যোক্তা হিসেবে আজিজ আরমান, ব্যক্তিগত কৃতিত্ব অর্জনে মো. আক্তার পারভেজ ও তাহসিন বাহার সূচনা, গণমাধ্যম ও বিনোদন অঙ্গনে মুশফিক আর ফারহান, মুদ্রণ মাধ্যমে সাফল্যের জন্য জাবেদ সুলতাম পিয়াস, তথ্যপ্রযুক্তিতে এম আসিফ রহমান ও স্টার্টআপ প্রতিষ্ঠাতা হিসেবে আতাউর রহিম চৌধুরী।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ প্রতিবছর টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পার্সনস (জেসিআই টয়োপ) অ্যাওয়ার্ড শীর্ষক পুরস্কারের মাধ্যমে অসামান্য অর্জনের জন্য ১০ জন অনূর্ধ্ব ৪০ বছরের তরুণ-তরুণীদের সম্মাননা দিয়ে আসছে। প্রতিবছরের মতো এবারও কক্সবাজারের একটি পাঁচ তারকা রিসোর্টে জমকালো আয়োজনের মাধ্যমে জেসিআই বাংলাদেশ কর্তৃক ‘টয়োপ-২০২২’ সম্মাননা দেওয়া অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে ২০৪১ সালে বাংলাদেশ পরিণত হবে উন্নত দেশে। সে লক্ষ্যে জাতির পিতার স্বপ্ন পূরণে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, কাঠামোগত উন্নয়নের একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে হবে। ১৪ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশকে দেখলে বুঝা যায়, দেশে কী উন্নয়ন হয়েছে। এটি কোনো যাদু নয়, এটা হয়েছে শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বের কারণে।

স্বাগত বক্তব্যে জেসিআই বাংলাদেশের ২০২২ সালের জাতীয় সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট বলেন, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশর তরুণদের অন্যতম বৃহত্তম সংস্থা এবং সংস্থাটি দেশের ২০৪১ সালের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- কক্সবাজার-৩ আসনে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সিনেটর সাখাওয়াত হোসেন মামুন ও ট্রাস্টি মেম্বার সিনেটর আমজাদ হুসাইন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- টয়োপ-২০২২ এর আহ্বায়ক ও জেসিআই বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এজাজ মোহাম্মদ, অনুষ্ঠান পরিচালক ও জাতীয় সহ-সভাপতি এম কামরুল চৌধুরী, জেসিআই বাংলাদেশের ফার্স্ট লেডি ও উদ্যোক্তা তাসমিনা আহমেদ শ্রাবণী, টয়োপ-২০২২ ব্যাবস্থাপনা কমিটির সদস্য-জাতীয় সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক ভূঁইয়া, জাতীয় সাধারণ আইন উপদেষ্টা ইমরান কাদির, জাতীয় কোষাধ্যক্ষ ইসমাত জাহান এবং জাতীয় পরিচালক মো. আশিকুর রহমান ও ত্বহা ইয়াসিন রামাদানসহ অন্যান্য জাতীয় নির্বাহী কমিটির অন্যান্য সদস্য, জেসিআই বাংলাদেশের স্থানীয় ২৮টি সংগঠনের সভাপতি এবং সাধারণ সদস্যসহ ব্যবসায়ী নেতা, কূটনীতিক, সরকারি কর্মকর্তা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি প্ৰমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।