ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

‘১০ টাকার দৌড়’ বিজয়ীদের হাতে বাইক তুলে দিল ‘নগদ’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
‘১০ টাকার দৌড়’ বিজয়ীদের হাতে বাইক তুলে দিল ‘নগদ’

ঢাকা: দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ অ্যাপের মাধ্যমে মোবাইলে গেম খেলে সপ্তাহের সর্বোচ্চ স্কোর তুলে মোটরবাইক জিতে নিয়েছেন চারজন বিজয়ী।  

সম্প্রতি রাজধানীর বনানীতে নগদ-এর প্রধান কার্যালয়ে বিজয়ীদের হাতে বাইক তুলে দেওয়া হয়।

 

‘১০ টাকার অফার’ মোবাইল রিচার্জ ক্যাম্পেইনের আওতায় ১৮ অক্টোবর থেকে ১৪ নভেম্বর ২০২২ পর্যন্ত ‘নগদ’ অ্যাপের মাধ্যমে মোবাইলে ‘১০ টাকার দৌড়’ নামক গেম খেলে সপ্তাহের সর্বোচ্চ স্কোর গড়ে এ পুরস্কার জিতে নেন তাঁরা।  

বিজয়ীরা হলেন- তাহমিনা আক্তার লিলি, মো. হজরত আলী, আখিফুল ও রিহাত হাসান তুহিন।  

নগদ-এর চিফ কমার্শিয়াল অফিসার সাদাত আদনান আহ্‌মদ, চিফ অপারেটিং অফিসার গোলাম মোর্তুজা চৌধুরী, চিফ কর্পোরেট গভার্নেন্স অফিসার এবং চিফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার নুরুল আলম, স্ট্রাটেজি বিভাগের প্রধান সালাহউদ্দীন মোহাম্মদ ইউসুফ, হেড অব ডিজিটাল মার্কেটিং রোমায়েল হাসান ওয়াহিদ, জেনারেল ম্যানেজার আবু সুফিয়ান মোহাম্মদ খালেদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার-ব্র্যান্ড আলি আহসান, কাস্টমার সার্ভিস বিভাগের প্রধান কৌশিক সাহাসহ নগদ- এর কর্মকর্তারা বিজয়ীদের মধ্যে মোটরবাইকের চাবি হস্তান্তর করেন।  

এ সময় বাইক বিজয়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী তাহমিনা আক্তার লিলি বলেন, ক্যাশআউট চার্জ সবচেয়ে কম হওয়ায় বাড়ি থেকে খরচের টাকা সবসময় নগদ-এ পাঠান তাঁর বাবা। লেখাপড়ার অবসরে অলস সময়টাকে আনন্দময় করে তুলতে নগদ-এর ‘ ১০ টাকার দৌড়’ ক্যাম্পেইনে অংশ নেন তিনি।  

তিনি বলেন, ‘সময় কাটানোর জন্য গেম খেলেছি, কিন্তু ‘নগদ’ থেকে যে এভাবে পুরস্কার পাব, সেটা একেবারেই ভাবিনি। আমার হাতে পুরস্কার এটা এখনো বিশ্বাস হচ্ছে না’।  

‘১০ টাকার দৌড়’ খেলায় অংশ নেন ১ লাখ ৪৮ হাজার ৯৩ জন। যাদের মধ্যে প্রতিদিনের খেলায় সর্বোচ্চ স্কোর গড়া ১০০ জনের প্রত্যেকে পেয়েছেন ১০০ টাকা করে পুরস্কার। সে হিসেবে দুই ২ হাজার ৮০০ জনকে নগদ-এর পক্ষ থেকে দেওয়া হয়েছে প্রতিদিনের পুরস্কার।  

‘১০ টাকার দৌড়’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় নগদ-এর চিফ কমার্শিয়াল অফিসার সাদাত আদনান আহ্‌মদ বলেন, ‘নগদ ব্যবহারকারীদের অবসর সময়টা আরো আনন্দময় করতে এমন গেম-এর আয়োজন। পাশাপাশি গ্রাহকের বাড়তি পাওয়া হলো বিজয়ীদের জন্য নগদ-এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার।

এ ধরনের আয়োজনের মাধ্যমে নগদ-এর সঙ্গে ব্যবহারকারীদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। ’ 

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।