ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

সংসদীয় বিতর্ক কর্মশালা করল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
সংসদীয় বিতর্ক কর্মশালা করল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি 

ঢাকা: ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) ডিবেট ক্লাবের আয়োজনে সংসদীয় বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ জানুয়ারি) বিকেলে ওই বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

আইএসইউ উপাচার্য বলেন, বিতর্ক শিক্ষার্থীদের সৃজনশীলতা ও যোগাযোগ দক্ষতা বাড়ায়।
পাশাপাশি যুক্তিবাদী মনোভাব বাড়াতে সাহায্য করে। আইএসইউর শিক্ষার্থীদের এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে, যেন আগামীতে দেশে-বিদেশে সংসদীয় ফরম্যাটের বিতর্কে তারা সেরা হতে পারে।

কর্মশালায় প্রশিক্ষণ দেন ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয় অব মালয়েশিয়া (আইআইইউএম) ওয়ার্ল্ড ডিবেট অ্যান্ড ওরাটরি সেন্টারের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আব্দুল লতিফ।

আইএসইউ ডিবেট ক্লাবের মডারেটর শাহরিয়ার তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ টি এম কাদের নেওয়াজ, রেজিস্ট্রার মো. লুৎফর রহমান।  

আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন ড. অলি আহাদ ঠাকুর, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়াসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২২২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।