ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

কেন চট্টগ্রামে পুমা আউটলেট খুঁজছেন লিটন দাস?

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
কেন চট্টগ্রামে পুমা আউটলেট খুঁজছেন লিটন দাস?

বিশ্বখ্যাত ক্রিকেটার লিটন দাস। ক্রিকেটের প্রয়োজনেই ঘুরতে হয় এক দেশ থেকে আরেক দেশ।

সেইসব দেশের ব্র্যান্ডেড আউটলেটগুলোতেও ঢুঁ মারা হয় প্রায়ই।  

কিন্তু হঠাৎ করেই চট্টগ্রাম শহরে বিশ্বখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমা আউটলেটের খোঁজ করছিলেন তিনি। গতকাল এক ফেসবুক পোস্টে লিটন লেখেন, আচ্ছা চট্টগ্রামে কি পুমার কোনো আউটলেট আছে? কেউ জানাতে পারবেন? 

ফেসবুকে লিটনের পোস্টটি চোখে পড়ে দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের। নিজের কমেন্টে সাকিব বলেন, অপেক্ষা করো, শিগগিরই দেখা হচ্ছে চট্টগ্রামে!   

মুহূর্তের মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। চট্টগ্রামের অনেককেই কমেন্টে আফসোস করতে দেখা যায়, তারা বলেন, চট্টগ্রামের মতো বিভাগীয় শহরে পুমার মতো বিশ্বখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড না থাকাটা দুঃখজনক। তারা আশা রাখেন, শিগগিরই চট্টগ্রামেও পুমা আউটলেট চালু হবে।  

মূলত জার্মানির বিখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমা আগামী ১২ জানুয়ারি বন্দর নগরী চট্টগ্রামের লালখান বাজারে বাংলাদেশে তাদের চতুর্থ আউটলেট চালু করতে যাচ্ছে। সে লক্ষ্যেই ক্রিকেটার লিটন দাস চট্টগ্রামে পুমা আউটলেটের খোঁজ করছিলেন।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।