ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

তরুণ ব্যবহারকারীদের ক্ষমতায়নে গবেষণায় জোর দেবে রিয়েলমি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
তরুণ ব্যবহারকারীদের ক্ষমতায়নে গবেষণায় জোর দেবে রিয়েলমি

ঢাকা: তরুণ ব্যবহারকারীদের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আসতে গবেষণা ও উন্নয়নে (আরঅ্যান্ডডি) বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নিজেদের গবেষণা সম্পর্কিত কার্যক্রম সম্প্রসারিত করবে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি। এ লক্ষ্যপূরণে চীনের শেনঝেনে প্রতিষ্ঠানটি ‘রিয়েলমি গ্লোবাল ইনস্টিটিউট অব লিপ-ফরোয়ার্ড টেকনোলজি’ শীর্ষক এক আরঅ্যান্ডডি সেন্টার তৈরি করেছে।

পাশাপাশি ভারতে রয়েছে এর বিশেষায়িত শাখা।  

নিজেদের নতুন লক্ষ্যপূরণের ধারাবাহিকতায় রিয়েলমি শিগগিরই উন্মোচন করবে এর পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন রিয়েলমি জিটি৩। স্মার্টফোনটিতে থাকবে এ খাতের শীর্ষস্থানীয় ২৪০ ওয়াটের ফাস্ট-চার্জিং সুবিধা।  আগামী ২৮ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩-এ এক অনুষ্ঠানের মাধ্যমে স্মার্টফোনটি উন্মোচন করা হবে। ‘রিয়েলমি গ্লোবাল ইনস্টিটিউট অব লিপ-ফরোয়ার্ড টেকনোলজি’ সেন্টারে নিবেদিত প্রকৌশলী ও কর্মীদের প্রচেষ্টার কারণে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ২৪০ ওয়াটের চার্জিং সুবিধা নিয়ে আসতে পেরেছে রিয়েলমি।  

রিয়েলমির লক্ষ্য অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসার মাধ্যমে তরুণ ব্যবহারকারীদের ক্ষমতায়নে ভূমিকা রাখা। এ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য উদ্ভাবন ও প্রয়োজনীয় ফিচার নিয়ে আসতে রিয়েলমি চারটি ডিজাইন স্টুডিও স্থাপন করেছে এবং আরঅ্যান্ডডিতে বিনিয়োগ বাড়াচ্ছে। এ লক্ষ্য অর্জনে রিয়েলমি স্পায়ার স্ট্র্যাটেজি গ্রহণ করেছে, যা নিশ্চিত করবে প্রত্যিটি নতুন পণ্যে যেন অন্তত একটি নতুন প্রযুক্তি সংযুক্ত থাকে এবং উন্নত ডিজাইন ও পারফরমেন্সের মাধ্যমে যেন ব্যবহারকারীরা পণ্য ব্যবহারের ক্ষেত্রে আরও স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা লাভ করেন।   

এ লক্ষ্য বাস্তবায়নে ‘রিয়েলমি গ্লোবাল ইনস্টিটিউট অব লিপ-ফরোয়ার্ড টেকনোলজি’র ৬০ জনের বেশি টেকনিক্যাল এক্সপার্ট চার্জিং, ফটোগ্রাফি, ডিসপ্লে, গেমিং, চিপসেট ও ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনে ছয়টি ক্ষেত্রে উদ্ভাবন নিয়ে আসতে নিরলস কাজ করে যাচ্ছেন। পাশাপাশি রিয়েলমির আরঅ্যান্ডডি টিমের সম্প্রসারণ করেছে। এখন রিয়েলমির ৬০ শতাংশ কর্মী আরঅ্যান্ডডি নিয়ে কাজ করছেন।  

এ নিয়ে রিয়েলমির গ্লোবাল রিসার্চ ও ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট ইয়াও কুন বলেন, উদ্ভাবনের ফলে নতুন প্রযুক্তি উন্মোচনের মাধ্যমে দ্রুতগতিতে প্রযুক্তিগত রূপান্তর ঘটে। এজন্য আমরা ‘রিয়েলমি গ্লোবাল ইনস্টিটিউট অব লিপ-ফরোয়ার্ড টেকনোলজি’র ব্যাপারে সবাইকে জানাতে পেরে অত্যন্ত আনন্দিত, যা সামনের দিনগুলোতে আমাদের ব্যবসার প্রবৃদ্ধিতে এবং স্মার্টফোন খাতের প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গবেষণা ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করছে রিয়েলমি। প্রতিষ্ঠানটি মনে করে এর মাধ্যমে ভবিষ্যতে রিয়েলমি ব্যবহারকারীদের জন্য আরও নতুন প্রযুক্তি ও উদ্ভাবন নিশ্চিত করা যাবে, যা তাদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ