ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

‘বেসিস সফটএক্সপো' বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডসের মনোনয়ন জমার সময় বাড়লো

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
‘বেসিস সফটএক্সপো' বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডসের মনোনয়ন জমার সময় বাড়লো

ঢাকা: ‘ওয়েলকাম টু স্মার্টভার্স’ স্লোগানকে সামনে রেখে ২৩ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের এ যাবৎকালের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘বেসিস সফটএক্সপো ২০২৩’।  

এ আয়োজনকে ঘিরে সাংবাদিকদের পেশাগত কাজের অনুপ্রেরণায় ‘বেসিস সফটএক্সপো বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডস’র আয়োজন করেছে বেসিস।

 

তিনটি ক্যাটাগরিতে মোট ৯টি প্রতিবেদনকে এ পুরস্কার দেওয়া হবে।

প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক্স মিডিয়া, এ তিনটি ক্যাটাগরিতে মোট ৯টি সেরা প্রতিবেদনকে ‘বেসিস সফটএক্সপো বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডস’ দেওয়া হবে।  

২২ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে বেসিস সফটএক্সপো নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো এ অ্যাওয়ার্ডসের জন্য বিবেচিত হবে।

বিপুল সংখ্যক অনুরোধের পরিপ্রেক্ষিতে এ অ্যাওয়ার্ডসের প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে।  

আগ্রহীরা এই লিংকে গিয়ে ( https://forms.gle/GbTxzRFeLU69FJE77 ) ১১ মার্চ পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন।  

একজন প্রতিবেদক সর্বোচ্চ তিনটি প্রতিবেদন জমা দিতে পারবেন। পরে আনুষ্ঠানিকভাবে বেসিস সফটএক্সপো বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডস দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ