ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

৫ মে ট্রিবিউট কনসার্টে মূল আকর্ষণ ‘আর্টসেল’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মে ১, ২০২৩
৫ মে ট্রিবিউট কনসার্টে মূল আকর্ষণ ‘আর্টসেল’

ঢাকা: ‘রক অ্যান্ড রিদম ৩.০, ট্রিবিউট ফিয়েস্তা’ শিরোনামে আগামী ৫ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ট্রিবিউট কনসার্ট।  

অ্যাডভেন্টর কমিউনিকেশন্সের উদ্যোগে এ কনসার্টে দারুণ সব লাইন আপে মেতে উঠবে বাংলার তরুণ সমাজ।

এ কনসার্টে বাংলাদেশের সেরা ব্যান্ডদলগুলো ইন্টারন্যাশনাল ব্যান্ডদলগুলোর গান কভার করবে। পাশাপাশি নিজেদের গানও পরিবেশন করবে।

‘রক অ্যান্ড রিদম ৩.০’ একটি অন্য রকম মিউজিক ইভেন্ট সংগীতের শক্তিতে সবাই একত্রিত হবে। এ কনসার্টে দেশীয় ব্যান্ডগুলো ইন্টারন্যাশনাল ব্যান্ডগুলোর গান কভার করবে। এ কনসার্টের মূল আকর্ষণ ‘আর্টসেল’।  

এ ইভেন্টে এছাড়া লাইভ পারফর্ম করবেন দেশের স্বনামধন্য ব্যান্ডদল নেমেসিস, ক্রিপটিক ফেইট, আরবোভাইরাস, পাওয়ারসার্জ, ইনডালো, মেকানিক্স, কার্নিভাল, সোনার বাংলা সার্কাস, আওনিক বন্ড, ইকোজ ও উন্মাদ। দর্শকরা প্রবল আগ্রহে অপেক্ষায় আছে এ কনসার্টে যোগ দেওয়ার লক্ষ্যে।

ইভেন্টটি অনুষ্ঠিত হবে ঢাকার সবচেয়ে বড় মিউজিক্যাল ভেন্যু আইসিসিবি হল ৪। যেখানে থাকবে অসাধারণ সাউন্ড সিস্টেম ও লাইটিং সিস্টেম।  

কনসার্টটির অতি জনপ্রিয়তার কারণে খুবই তাড়াতাড়ি টিকিট শেষ হয়ে যাচ্ছে। তাই আজই টিকিট সংগ্রহ করুন www.tickify.live ওয়েবসাইটে। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন Adventor Communications এর অফিসিয়াল ফেসবুক পেজে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মে ০১, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।