ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

৬ হাজারের বেশি ফার্মেসিতে বিকাশ পেমেন্টে ৫০ টাকা ক্যাশব্যাক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, মে ১৫, ২০২৩
৬ হাজারের বেশি ফার্মেসিতে বিকাশ পেমেন্টে ৫০ টাকা ক্যাশব্যাক

ঢাকা: দেশজুড়ে ছয় হাজারের বেশি ফার্মেসিতে ওষুধ ও চিকিৎসাসামগ্রী কিনে বিকাশে পেমেন্ট করলেই ৫০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহকরা। আগামী ৩০ জুন পর্যন্ত এসব ফার্মেসি থেকে এ ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

এ অফারের আওতায় একজন গ্রাহক ৫ শতাংশ করে দিনে ২৫ টাকা পর্যন্ত এবং অফার চলাকালীন ৫০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। বিকাশ অ্যাপ অথবা ইউএসএসডি কোড *২৪৭# দিয়ে পেমেন্ট করে এ সুবিধা নিতে পারেন গ্রাহক।

বিকাশ অ্যাপের হোম স্ক্রিন থেকে সরাসরি কিউ আর কোড স্ক্যান করে অথবা ‘মেক পেমেন্ট’ আইকন থেকে মার্চেন্ট নম্বর টাইপ করে পেমেন্টের পরিমাণ ও বিকাশ পিন দিয়ে লেনদেন সম্পন্ন করা যাবে। শুধু তাই নয়, বিকাশ অ্যাপ থেকে ম্যাপ সুবিধা ব্যবহার করে একজন গ্রাহক তার নিকটস্থ ফার্মেসিসহ বিকাশ মার্চেন্ট স্টোরগুলোর অবস্থান সহজে বের করে নিতে পারবেন।  

অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এ লিংকে- https://www.bkash.com/page/pharmacy-offer? 

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মে ১৫, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।