ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

শাহ হোমস-টেলিটকের মধ্যে চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, মে ১৮, ২০২৩
শাহ হোমস-টেলিটকের মধ্যে চুক্তি

ঢাকা: আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠান শাহ হোমস লিমিটেড ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। বুধবার (১৭ মে) এ চুক্তি স্বাক্ষর হয়।

এ চুক্তির পরিপ্রেক্ষিতে টেলিটক বাংলাদেশ লিমিটেড সাশ্রয়ী মূল্যে শাহ হোমস লিমিটেডের সব কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন করপোরেট ও ডিজিটাল সেবা দেবে।

অনুষ্ঠানে শাহ হোমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফ উল্লাহ ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের অতিরিক্ত মহাব্যবস্থাপক মো. সাইফুর রহমান খান চুক্তিতে স্বাক্ষর করেন।  

এতে আরও উপস্থিত ছিলেন- শাহ হোমস লিমিটেডের প্রকৌশলী হাবিবুর রহমান, টেলিটক বাংলাদেশ লিমিটেডের উপ-ব্যবস্থাপক (করপোরেট সেলস) শহীদুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক (করপোরেট সেলস) কাজী মোহাম্মাদ এহসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মে ১৮, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।