ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

ঢাবির সমাবর্তনে ১ কোটি ২৫ লাখ টাকা দিলো ইসলামী ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
ঢাবির সমাবর্তনে ১ কোটি ২৫ লাখ টাকা দিলো ইসলামী ব্যাংক

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তনের অন্যতম স্পন্সর হিসেবে এক কোটি ২৫ লাখ টাকা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আখতারুজ্জামানের কাছে স্পন্সরের চেক হস্তান্তর করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ কায়সার আলী ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. আকিজ উদ্দীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার ও হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ব্যাংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান নজরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।