ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

রূপায়ণ সিটি উত্তরায় দ্বিতীয় ক্যাম্পাস করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
রূপায়ণ সিটি উত্তরায় দ্বিতীয় ক্যাম্পাস করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল

দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড সিটি রূপায়ণ সিটি উত্তরায় দ্বিতীয় ক্যাম্পাস করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে রূপায়ণ সিটি উত্তরায় এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, পরিচালক রোকেয়া বেগম নামিসা, রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান, ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ড. মো. মাহমুদুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এসময় রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, ‘রূপায়ণ সিটি উত্তরা একটি আন্তর্জাতিক মানের শহর। এই শহরের জন্য আমরা সবচেয়ে ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান চাই। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল তার শিক্ষার মান এবং সুনামের জন্য সুপরিচিত। তাই আমরা তাদের সঙ্গে দ্বিতীয় ক্যাম্পাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আশা করি তারা আমাদের শহরের জন্য একটি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে। ’

রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান বলেন, ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের শিক্ষাঙ্গনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা অত্যন্ত খুশি যে তারা আমাদের অনবদ্য এই সিটিতে তাদের দুইটি ক্যাম্পাস পরিচালনা করবে। আমি বিশ্বাস করি এটি বৃহত্তর উত্তরাবাসীর জন্য একটি অসাধারণ সুযোগ। তাদের ভবিষ্যৎ প্রজন্ম দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ও ঢাকার সুন্দরতম এবং নিরাপদ পরিবেশে বেড়ে উঠবে। ’

ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. সবুর খান বলেন, ‘রূপায়ণ সিটি উত্তরা একটি আধুনিক এবং পরিবেশবান্ধব শহর। আমরা এই শহরের জন্য একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই। রূপায়ণ গ্রুপের সঙ্গে আমাদের এই চুক্তির মাধ্যমে আমরা সেই লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেলাম। ’

সংশ্লিষ্টরা বলছেন, গেল এক বছরের বেশি সময় ধরে রূপায়ণ সিটি উত্তরায় সফলতার সঙ্গে প্রথম স্কুল পরিচালনা করে আসছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল। এরই ধারাবাহিকতায় রূপায়ণ সিটি উত্তরায় দ্বিতীয় স্কুলের জন্য চুক্তিবদ্ধ হলো প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।