ঢাকা: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।
আইএসইউ উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্ভীক, সাহসী ও বলিষ্ঠ নেতৃত্ব আমাদের মুক্তির স্বাদ এনে দিয়েছিল। পাকিস্তানিরা শাসন, শোষণ ও ৩০ লাখ স্বাধীনতাকামী মানুষের প্রাণ নিয়েও বাঙালিদের বিজয় দাবিয়ে রাখতে পারেনি।
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ ট্রেজারার (ভারপ্রাপ্ত), এইচ টি এম কাদের নেওয়াজ।
সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির আইকিউএসি পরিচালক প্রফেসর ড. একরামুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী। এছাড়া সভায় স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক।
সভায় বক্তারা বলেন, পাকিস্তানিরা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়েও বাঙালিদের বিজয়ের অভ্যুদয় থামাতে পারেনি। মুক্তিযুদ্ধের বস্তুনিষ্ঠ ইতিহাস চর্চা করতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা সর্বত্র ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়। যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজ পতাকা, সেই বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করাসহ তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রোগ্রামের চেয়ারপারসন, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীরা।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
আরআইএস