ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

এবি ব্যাংক-ন্যাশনাল পলিমারের মধ্যে চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৪
এবি ব্যাংক-ন্যাশনাল পলিমারের মধ্যে চুক্তি

ঢাকা: এবি ব্যাংক পিএলসি সারা দেশব্যাপী ছড়িয়ে থাকা ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্মানিত ডিলারদের নগদ লেনদেন ত্বরান্বিত করার লক্ষ্যে একটি ‘কালেকশন সেবা প্রদান চুক্তি’ স্বাক্ষর করেছে।  

এবি ব্যাংক পিএলসির হেড অব বিজনেস ইফতেখার এনাম আওয়াল ও ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ ফিনান্সিয়াল অফিসার আবু জাফর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এবি ব্যাংক পিএলসির প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মাহমুদউল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিনান্সিয়াল অফিসার কে এম মহিউদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো. আমিনুর রহমান এবং ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব করপোরেট ফিনান্স মোহাম্মাদ মাসুদ রানাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।