ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

কর্পোরেট কর্নার

কক্সবাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের কৃষি বিনিয়োগ বিতরণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
কক্সবাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের কৃষি বিনিয়োগ বিতরণ

ঢাকা: সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোগে কক্সবাজারের ঈদগাঁও অঞ্চলের প্রায় একশ লবণ চাষির মধ্যে চার শতাংশ মুনাফায় কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে।

সম্প্রতি ঈদগাঁও-এর প্রিন্স অব ঈদগাঁও কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ বিনিয়োগ বিতরণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমা।  

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান সৈয়দ মো. সোহেল, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, এসএমই অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ফাইন্যান্স ডিভিশনের প্রধান সাদাত আহমাদ খান, কক্সবাজার শাখার ব্যবস্থাপক মো. সাইফুদ্দিন খালেদ, ঈদগাঁও শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মামুন রাজীব, কোর্টবাজার শাখার ব্যবস্থাপক এস এম মাশেকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও লবণ চাষিরা।  

সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, গণমানুষের ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক কৃষি বিনিয়োগের ওপর গুরুত্ব দিচ্ছে। তাই প্রতিবছর আমরা বিভিন্ন এলাকায় কৃষিতে বিনিয়োগ দিয়ে থাকি। পর্যায়ক্রমে এ এলাকার সব লবণ চাষিসহ দেশের অন্যান্য এলাকার কৃষকদের কাছেও এ বিনিয়োগ সুবিধা পৌঁছে দিয়ে দেশকে খাদ্যে স্বনির্ভর করতে সোশ্যাল ইসলামী ব্যাংক প্রত্যক্ষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।