ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

এলজির উদ্যোগে শুরু হলো অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৪

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
এলজির উদ্যোগে শুরু হলো অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৪

বাংলাদেশে স্থানীয় সমস্যা সমাধানে সহায়তা করার জন্য এবং সাম্প্রদায়িক ক্ষমতায়নের জন্য এলজি বাংলাদেশ, ‘এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৪’ উদ্বোধন করা হয়েছে।

এলজি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর পিটার কো গত ১০ মার্চ এলজি বাংলাদেশের গুলশান অফিসে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে হাসান মাহমুদুল, হেড অফ কর্পোরেট ব্র্যান্ডিং, মোহাম্মদ রেহানউদ্দিন এক্সিকিউটিভ বাংলাদেশ একাউন্টিং এন্ড ট্যাক্স এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

২০১৭ সাল থেকে প্রতি বছর এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম আয়োজন করে আসছে এলজি বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই বিষয়ে পোস্ট করে এলজি বাংলাদেশ এর পক্ষ থেকে ফলোয়ারদের কাছ থেকে সামাজিক উন্নয়নমূলক পরিকল্পনা জমা দেয়ার জন্য আহ্বান জানায় যা সমাজের নিপীড়িত মানুষের সমস্যা সমাধানে সহযোগিতা করবে।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, মার্চ ১৩,২০২৪
এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।