ঢাকা: এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) যুক্ত হয়ে শিক্ষার্থীদের একাডেমিক অবকাঠামো ও শিক্ষার পরিবেশ উন্নত করার প্রকল্পে নিজেদের সম্পৃক্ত করলো বার্জার পেইন্টস।
মঙ্গলবার (১৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’তে অনুষ্ঠানের মাধ্যমে বার্জারের এ সম্পৃক্ততার কথা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইবিএ ডিউ’র ডিরেক্টর প্রফেসর মো. আব্দুল মোমেন, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা তানজিন ফেরদৌস আলম, আইবিএ ডিউ’র প্রফেসর ও ডিবিএ প্রোগ্রামের সমন্বয়কারী মুশতাক আহমেদ, আইবিএ ডিউ’র প্রফেসর ও এমবিএ প্রোগ্রামের সমন্বয়কারী ড. মো. মহিউদ্দিন, আইবিএ ডিউ’র প্রফেসর ও লাইব্রেরির সমন্বয়কারী ড. সুতাপা ভট্টাচার্যম, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ক্যাটাগরি প্রধান রাশেদুল হাসান, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজার সায়েদ শরিফ রাসেলসহ দুই প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বার্জারের এ সম্পৃক্ততা দেশের তরুণদের সৃজনশীলতা বাড়ানো ও তাদের মেধা বিকাশের প্রচেষ্টার প্রতিফলন। শিক্ষার পরিবেশ আধুনিক করার এ উদ্যোগে অবদান রাখতে পারায় বার্জার গর্বিত।
অনুষ্ঠানে আইবিএ ডিউ’র ডিরেক্টর মো. আব্দুল মোমেন বলেন, আমাদের লাইব্রেরিকে আরও বেশি উন্নত ও ক্যান্টিনের সংস্কার করার প্রচেষ্টা অনেকদিন ধরেই চলছে। সৌভাগ্যক্রমে, আমরা এ যাত্রায় বার্জার বাংলাদেশকে পাশে পেয়েছি। তাদের এ সমর্থনের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই।
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা তানজিন ফেরদৌস আলম বলেন, আমরা শিক্ষার্থীদের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ ও তাদের শিক্ষার পরিবেশকে আরও উন্নত করার কাজে নিজেদের যুক্ত করতে পেরে গর্বিত। আমাদের এ সুযোগ দেবার জন্য আইবিএ-কে অশেষ ধন্যবাদ। বার্জার পেইন্টস বাংলাদেশ সবসময় দেশের তরুণদের জন্য সৃজনশীল পরিবেশ তৈরি করার উদ্যোগে নিজেদের যুক্ত রাখতে চায় এবং এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, ব্যবসার পাশাপাশি বরাবরই বার্জার দায়িত্বশীলতার সঙ্গে দেশের তরুণ এবং সৃজনশীল প্রতিভাদের পৃষ্ঠপোষকতা করে আসছে। যার মধ্যে, বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি প্রদান, বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন এবং উন্নয়ন ও শৈল্পিক প্রকল্পের সঙ্গে জড়িত মানুষকে পুরস্কৃত করে অনুপ্রেরণা দেওয়া অন্যতম। বার্জার এ ধরনের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত রাখতে চায়।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, মে ১৫, ২০২৪
আরআইএস