ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

লোটো বাংলাদেশের উদ্যোগে ১৮ হাজার চারা রোপণ কর্মসূচি  

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, মে ২০, ২০২৪
লোটো বাংলাদেশের উদ্যোগে ১৮ হাজার চারা রোপণ কর্মসূচি  

চলতি বছর দেশে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। আর এই তাপদাহের প্রধান কারণ দেশে সবুজায়ন কমে যাওয়া।

সৌন্দর্যবর্ধনের নামে দেশের বিভিন্ন স্থানে কেটে ফেলা হচ্ছে গাছ। এ কারণে বায়ুমণ্ডলে অক্সিজেন ও জলীয়বাষ্প কমে গিয়ে বাড়ছে তাপমাত্রা। তাই এই তীব্র তাপদাহ থেকে বাঁচতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।  

সম্প্রতি লোটো বাংলাদেশ বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সমাজের কল্যাণে অবদান রাখার উদ্দেশ্যে সারা দেশব্যাপী প্রায় ১৮ হাজার গাছ রোপণ করার কর্মসূচি নিয়েছে।  

গাজীপুর ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) এই কর্মসূচীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলামসহ গাজীপুর অঞ্চলের জন প্রতিনিধিগণ।

এছাড়াও, একই দিনে দেশব্যাপী লোটো বাংলাদেশের প্রতিনিধিরা তাদের নিজ নিজ এলাকায় বিভিন্ন সরকারি কর্মকর্তাদের কার্যালয়, স্কুল, কলেজ মাদরাসাসহ বিভিন্ন সংরক্ষিত স্থানে 
বৃক্ষ রোপণের মাধ্যমে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মে ২০, ২০২৪

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।