ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

কর্পোরেট কর্নার

পর্তুগালে টিভি রপ্তানি বাজার সম্প্রসারণ ওয়ালটনের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, মে ৩০, ২০২৪
পর্তুগালে টিভি রপ্তানি বাজার সম্প্রসারণ ওয়ালটনের শিপমেন্ট অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডিএমডি ইউসুফ আলীসহ ঊর্দ্ধতন কর্মকর্তারা।

ঢাকা: গ্রিস, পোল্যান্ড, ডেনমার্ক, স্পেন, ইতালি, ক্রোয়েশিয়া, আয়ারল্যান্ড ও জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে টিভিসহ বিভিন্ন পণ্য রপ্তানি করছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। পাশাপাশি ইউরোপের এসব দেশে বাজার সম্প্রসারণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

এরই ধারাবাহিকতায় দক্ষিণ-পশ্চিম ইউরোপের দেশ পর্তুগালে এবার নিজস্ব ব্র্যান্ড নামে টিভি রপ্তানি বাণিজ্য শুরু করেছে ওয়ালটন। রপ্তানির একটি শিপমেন্ট দেশটির উদ্দেশে বাংলাদেশ ছেড়েছে।

জানা গেছে, পর্তুগালের বাজারে দেশটির অন্যতম জনপ্রিয় ও বিখ্যাত টেলিকমিউনিকেশন্স এক প্রতিষ্ঠানের কাছ থেকে টেলিভিশনের রপ্তানি আদেশ পেয়েছে ওয়ালটন। এরই পরিপ্রেক্ষিতে পর্তুগালের উদ্দেশ্যে টিভি রপ্তানির প্রথম শিপমেন্ট সম্পন্ন করেছে বাংলাদেশের টেলিভিশন খাতের সুপারব্র্যান্ড ওয়ালটন।

বুধবার (২২ মে) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে পর্তুগালে টিভির প্রথম শিপমেন্ট প্রক্রিয়ার উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ইউসুফ আলী।

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন টিভির ডেপুটি চিফ বিজনেস অফিসার (ডিসিবিও) আবির আহমেদ, হেড অব টিভি রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আরঅ্যান্ডআই) মিঠুন চক্রবর্তী, পর্তুগালসহ ইউরোপের লিড এক্সপোর্ট ম্যানেজার রাশেদ ইসলামসহ টিভি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

টিভির শিপমেন্ট অনুষ্ঠানে ডিএমডি ইউসুফ আলী বলেন, ২০০৮ সালে টিভি রপ্তানিযাত্রা শুরু করেছে ওয়ালটন। দেশের চাহিদা মিটিয়ে ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত ইউরোপের ১৪টি দেশে ১ লাখ ১০ হাজার ইউনিট টিভি রপ্তানি করেছে ওয়ালটন। নিজস্ব ব্র্যান্ড নামে টিভি রপ্তানি পাশাপাশি ওইএম (ওরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) পদ্ধতির আওতায়ও বিভিন্ন দেশে টিভি রপ্তানি করছে ওয়ালটন। পর্তুগালের ব্যবসায়িক পার্টনারের মাধ্যমে পর্তুগাল ও এর পার্শ্ববর্তী অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে রপ্তানি বাজার সম্প্রসারণে ওয়ালটন সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।  

ওয়ালটন টিভির ডিসিবিও আবির আহমেদ বলেন, রপ্তানি কার্যক্রমকে বেশি গুরুত্ব দিচ্ছি আমরা। এতে বিভিন্ন দেশ থেকে ভালো সাড়াও পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি ইউরোপের দেশগুলো থেকে। পর্তুগালে স্মার্ট টিভির চাহিদা দিন বাড়ছে। দেশটির বিখ্যাত টেলিকমিউনিকেশন্স সার্ভিস প্রোভাইডার ফ্রান্স, লুক্সেমবার্গ, ডোমিনিকান রিপাবলিক ও সুইজারল্যান্ডসহ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে তাদের ব্যবসয়িক নেটওয়ার্ক বিস্তৃত রয়েছে। তাদের মাধ্যমে ওইসব দেশে ওয়ালটন টিভির রপ্তানি বাজার সম্প্রসারণের পথ আরও সুগম হবে তিনি বলে আশাবাদী।  

উল্লেখ্য, দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের ৩৫টিরও বেশি দেশে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত টেলিভিশন রপ্তানি করছে বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, মে ৩০, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।