‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৪ উপলক্ষে গত বৃহস্পতিবার (৩০ মে) ঢাকার ধামরাই পৌরসভা চত্বরে ভিজ্যুয়াল মেলার উদ্বোধন, পৌরসভার বিভিন্ন এলাকায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে ধামরাই পৌরসভা।
ভিজ্যুয়াল মেলায় ধামরাইয়ের ১৭টি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রথম স্থান অধিকার করায় আরবান স্কুল অ্যান্ড কলেজকে পুরষ্কার হিসেবে নগদ ৪৫ হাজার টাকা, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। আরবান স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মাহাবুব আলম রাসেল, অধ্যক্ষ সাইফুল ইসলাম মুবিন, পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আলী সহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অতিথিদের কাছ থেকে পুরষ্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানের আয়োজক ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাভার পৌরসভার মেয়র হাজী মো. আব্দুল গণি, দোহার পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন সাকু, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু, শিক্ষক প্রতিনিধিদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন আরবান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম মুবিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জুন ৩, ২০২৪
এমএম