ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

উপায় দিয়ে প্রতিবার ক্যাশ আউটে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুন ১০, ২০২৪
উপায় দিয়ে প্রতিবার ক্যাশ আউটে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

ঢাকা: গ্রাহকের লেনদেনের অভিজ্ঞতা আরও আনন্দময় করতে সম্প্রতি প্রতিবার ক্যাশ আউটে নিশ্চিত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান উপায়।  

গ্রাহকরা প্রতি ২৫ হাজার টাকা ক্যাশ আউটে এ ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

এ মুহূর্তে এটি বাজারের সবচেয়ে সাশ্রয়ী অফার। এ অফারটি কেবল উপায় এজেন্ট থেকে প্রাইমারি ওয়ালেট ক্যাশ আউটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। একইসঙ্গে ক্যাশব্যাকের পরিমাণও প্রাইমারি ওয়ালেটে যুক্ত হবে।  

প্রক্রিয়াটি একদমই সহজ। গ্রাহক উপায় অ্যাপ ব্যবহার করে অথবা *২৬৮# ডায়াল করে উপায় এজেন্টের কাছ থেকে ক্যাশ আউট সেবা গ্রহণ করলেই ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে পারবেন। এছাড়া দেশজুড়ে যেকোনো উপায় এজেন্ট থেকে ক্যাশ আউট চার্জ হাজারে মাত্র ১৪ টাকা।

গ্রাহকরা যতবার খুশি ততবার এ অফারটি উপভোগ করতে পারবেন। অফারটি আগামী ১৮ জুন পর্যন্ত চলবে। এ বিষয়ে উপায়-এর অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে আরও বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুন ১০, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।