ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

বাফেডার উদ্যোগে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
বাফেডার উদ্যোগে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

ঢাকা: বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের (বাফেডা) উদ্যোগে ‘রিসেন্ট ফরেক্স পলিসি ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুন) রাজধানীর একটি হোটেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বাফেডার এক্সিকিউটিভ সেক্রেটারি মো. আবুল হাসেমের সঞ্চালনায় পরিচালিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও বাফেডার ট্রেজারার মুহাম্মদ মুনিরুল মওলা।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও বাফেডার টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সুভাস চন্দ্র দাস।

সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এফইপিডির পরিচালক মো. সরোয়ার হোসেন ও অতিরিক্ত পরিচালক রোকসানা আক্তার।  

সেমিনারে এডি ব্যাংকসমূহের ট্রেজারি বিভাগ ও অফসোর ব্যংকিং ইউনিটের প্রধানরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।