ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

নতুন ঠিকানায় এক্সিম ব্যাংকের সিইপিজেড শাখা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
নতুন ঠিকানায় এক্সিম ব্যাংকের সিইপিজেড শাখা

ঢাকা: উন্নত, আধুনিক ও সময়োপযোগী গ্রাহক সেবা দিতে এক্সিম ব্যাংকের সিইপিজেড শাখা আরও বৃহৎ পরিসরে নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে।  

শনিবার (২২ জুন) চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনের কমার্শিয়াল কমপ্লেক্সে নতুন ঠিকানায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।

এতে আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহা. জসিম উদ্দিন ভূঞা, অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক ড. এস এম আবু জাকের, চট্টগ্রাম ইপিজেডের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক শেখ মো. আব্দুন নুর, জে এম এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা মাহমুদ, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান আনিসুর রহমান চৌধুরী, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এক্সিম ব্যাংক সব সময়ই গ্রাহকদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে থাকে। এ কারণেই সিইপিজেড শাখাকে আরও বৃহৎ পরিসরে স্থানান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।